নিজস্ব প্রতিবেদকঃ
আগামী মঙ্গলবার (১৮ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার ঘোষণা করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল ১০টায় দলটির সভাপতি শেখ হাসিনা এ ইশতেহার ঘোষণা করবেন বলে। ডিজিটাল পদ্ধতিতে এই ইশতেহার তুলে ধরা হবে।
দলীয় সূত্রে জানা গেছে , সাতটি অধ্যায়ে ভাগ করা হয়েছে ইশতেহার। এবারের ইশতেহার ২১ বিষয়কে প্রাধান্য দিবে পরপর দুইবার ক্ষমতায় থাকা দলটি। এগুলো হলো— আমার গ্রাম- আমার শহর: প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ ; তারুণ্যের শক্তি-বাংলাদেশের সমৃদ্ধি: তরুণ-যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর ও কর্মসংস্থানের নিশ্চয়তা ;
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ ;
নারীর ক্ষমতায়ন ; লিঙ্গ সমতা ও শিশু কল্যাণ ;
পুষ্টিসম্মত ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা ; সন্ত্রাস,
সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ নির্মূল; মেগা প্রজেক্টসমূহের দ্রুত ও মানসম্মত বাস্তবায়ন ; গণতন্ত্র ও আইনের শাসন সুদৃঢ় করা; সরকারি ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি ; দারিদ্র্য নির্মূল ; সকল স্তরে শিক্ষার মান বৃদ্ধি ; সকল স্তরে মানসম্মত স্বাস্থ্যসেবার নিশ্চয়তা; বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তার নিশ্চয়তা ; সার্বিক উন্নয়নে তথ্যপ্রযুক্তির অধিকতর ব্যবহার ; আধুনিক কৃষি ব্যবস্থা; দক্ষ ও সেবামুখী জনপ্রশাসন ; ব্লু-ইকোনমি তথা সমুদ্র সম্পদ উন্নয়ন; নিরাপদ সড়কের নিশ্চয়তা ;
প্রবাসী কল্যাণ কর্মসূচি এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন।