পরশুরাম হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ | বাংলারদর্পন

এম এ হাসান:

পরশুরাম সরকারি হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় লিপি আক্তার(১৮) নামের এক রোগী মারা গেছে বলে স্বজনরা অভিযোগ করেছেন। রবিবার বিকেলে এ ঘটনা ঘটে।

 

নিহতের বাড়ি মির্জানগর ইউনিয়নের দক্ষিন কাউতলী গ্রামে।সে সাহাব উদ্দিনের মেয়ে।

 

স্বজনরা জানান,রোগীকে বিকালে হাসপাতালে নিয়ে আসার পর ডা: ইন্দ্রজিত ঘোষ (কনক) কটসন, অরিসেফ ইন্জেকশান দেয়ার পরপরই রোগী মারা যায়।

ডাক্তার ইন্দ্রজিত ঘোষ (কনক) জানান, রোগীর শ্বাসকষ্ট জনিত রোগ ছিল। কোন ভুল চিকিৎসা হয়নি। সঠিক চিকিৎসা তাকে দেয়া হয়েছে।

 

রোগীর স্বজনরা হাসপাতালে বিকেলে বিক্ষোভ করে সংশ্লিষ্ট ডাক্তারের শাস্তি দাবি করেন। মির্জানগর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু হাসপাতালে  গিয়ে স্বজনদের শান্ত করেন।

 

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: আবু তাহের স্বপন জানান,কোন ভুল চিকিৎসা হয়নি, স্বজনদের প্রেসক্রিপশন ও ইন্জেকশানের সকল কপি দেয়া হয়েছে  তারা যাচাই করে দেখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *