মো. নাইম তালুকদার ; সুনামগঞ্জ :
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জোরসিংহা হাওরে ঢেউয়ের কবলে পড়ে নৌকা ডুবিতে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নৌকায় থাকা আরো ৫ জন আহত হয়েছেন।
আজ রবিবার বিকেল ৫টায় এ র্দূঘটনাটি ঘটে। নিহতরা হলেন হোসনে আরা বেগম(২২)। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের উকারগাওঁ গ্রামের মোঃ সাজিদুর রহমানের স্ত্রী। অপরজন হলেন মোঃ এমদাদুল হক(৬০) । তিনি পার্শর্তী জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের জাল্লাবাদ গ্রামের মৃত ফুরকান আলীর ছেলে। আহদের নাম ও পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,নিহত ও আহতরা জামালগঞ্জ উপজেলা থেকে ছোট নৌকাযুগে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কেশবপুর গ্রামে শিরনির দাওয়াত খেতে যান। দাওয়া খাওয়া শেষে ঐ নৌকায় করে পরিবার ও আত্মীয় স্বজন সহ ৭ জন যাত্রী কেশবপুর থেকে মুক্তাখাই গ্রামে যাওয়ার সময় পাশর্^বর্তী জোরসিংহা হওরে ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে ৭ জনের মধ্যে ২ জন পানির নীচে তুলিয়ে যায় । এ সময় স্থানীয় লোকজন অপর ২টি শিশুসহ ৫জনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মোঃ ইফতেখার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বর্ষার মৌসুমে এই ধরনের ছোট কিলি নৌকা দিয়ে এত বড় বড় হাওর পাড়ি দেয়ার কারণেই এমন র্দূঘটনা ঘটেছে।