সোনাগাজী প্রতিনিধি : সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন অা’লীগের দোয়া ও ইফতার মাহফিল অনুৃষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে অামিরাবাদ বিসি লাহা স্কুল মিলনায়তনে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন অা’লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রুমণ শর্মার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর অালম সরকার।
বিশেষ অতিথিছিলেন, কেন্দ্রিয় অা’লীগের সাবেক উপ কমিটির সহ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন, সহকারি পুলিশ সুপার জুনায়েত কাউছার, উপজেলা অা’লীগের সাংগঠনিক সম্পাদক ও বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ অাবদুল হালিম মামুন, সাংগঠনিক সম্পাদক সলিম উল্যাহ সেলিম, প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ প্রমুখ।