চট্টগ্রাম ব্যুরো :
ব্যাপক মিশন ভিশন নিয়ে নীরবে এগিয়ে যাচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে নগরীর আলোচিত ভিআইপি আসন কোতোয়ালি আসন থেকে বহুমুখী প্রতিভার অধিকারী সাবেক ছাত্রনেতা এস,এস, মুন্না শাহ। তরুন টকবগে সদালাপি এই মেধাবী সংগঠক মুন্না শাহ নগরীর আছাদগঞ্জ এলাকায় এক সন্ভ্রান্ত ঐতিহ্যবাহী শাহ পরিবারে জন্ম গ্রহণ করেছেন। তিনি একাধারে রাজনীতিবীদ, ব্যবসায়ী, আলোকিত সমাজসেবক, ও প্রচারবিমুখ দানবীর। তিনি ছাত্রজীন থেকেই বাংলাদেশ ছাত্র লীগের সাথে জড়িত ছিলেন তিনি মুজিব আদর্শের রাজনীতি করলেও চট্রগ্রামের সকল স্তরের জনগণনের সাথে তার সুসর্ম্পকক রয়েছে তার আচার আচরনে সকলেই মুগ্ধ , সবসময় হাসিমুখে থাকা বহুমুখী প্রতিভার অধিকারী মুন্না শাহ নামের আলোকিত এই যুবকটি সামনে এগিয়ে যেতে ব্যাপক কর্মসুচী হাতে নিয়ে ব্যাপক মিশন ভিশন শুরু করেছেন তার স্বপ্নকে বাস্তবায়িত করতে দ্রুত অগ্রসর হচ্ছেন কোতোয়ালী আসন থেকে আগামীতে জাতীয় নির্বাচনে এম,পির মনোয়ন প্রত্যাশীদের তালিকায় এস,এস, মুন্না শাহ । তিনি টেকনিক্যালী উপায় অবলন্বন করছেন বলে জানা গেছে মনোয়নের ব্যাপারে তবে তার লক্ষ্য উদ্দ্যেশ্য একটাই যে কোন উপায়ে আগামীতে জাতীয় সংসসদের সদস্য হতে হবে প্রয়োজনে তিনি যে কোন জোটের অধিনে হলেও এমপির মনোনয়ন আদায় করার জন্যে নীরবে হাইকমান্ডে জোর তদবীর চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। এস,এস, মুন্না শাহ সমগ্র চট্রগ্রামে প্রচার প্রসারে এগিয়ে রয়েছেন। তিনি পরিবার ৭১ চট্রগ্রাম এর প্রতিষ্টাতা চেয়ারম্যান, তারুণ্য মহানগরীর সংগঠক, চট্রগ্রাম মহানগর হার্ডওয়ার এসোসিয়েশনের সহসভাপতি, চট্রগ্রাম মহানগর কোতোয়ালি থানা সৈনিক লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ মানবাধিকার সংস্হা গ্রামীণ ভিউ চট্রগ্রাম মহানগর শাখার সভাপতি, সাবেক ছাত্রলীগ নেতা, নগরীর আসাদগঞ্জ মেসার্স শাহ ট্রেডিং এর ব্যবস্হাপনা পরিচালক।