নির্মান কাজ শেষ হওয়ার আগেই ধ্বসে যাচ্ছে সোনাগাজী -জোরারগঞ্জ সড়ক

বাংলারদর্পন >>

নির্মান কাজ শেষ হওয়ার আগেই ধ্বসে যাচ্ছে  সোনাপুর -সোনাগাজী -জোরারগঞ্জ অাঞ্চলিক মহাসড়কের সোনাগাজী অংশ। 

সরজমিনে দেখা গেছে, সড়কটির পুর্ব অংশের  সোনাপুর বাজারের পুর্ব পাশে প্রায় ২০গজ,  শাহাপুরে প্রায় ৫গজ, বাদামতলি অংশে প্রায় ৭ গজ এবং নির্মানাধান ব্রিজ গুলোর দুপাশে ধ্বসে যাচ্ছে।

পশ্চিম অংশে মেঘাডম দেয়ার পর কাজ স্থগিত থাকায় চরম জনদুর্ভোগ দেখা গেছে।

বিস্তারিত অাসছে……

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *