গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী-
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত লামিয়া (১৮ মাস বয়সী) চরপার্বতী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের এলাকার মালুমের গো বাড়ির রিপন মিয়ার মেয়ে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দেওয়ান আলী পাটোয়ারী বাড়ীতে এ ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, নানার বাড়িতে মায়ের সাথে বেড়াতে যায় লামিয়া। সকালে বাড়িতে খেলা করার এক পর্যায়ে সবার অজান্তে পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পুকুর থেকে লামিয়ার ভাসমান মরদেহ উদ্ধার করে স্বজনেরা।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।