চট্টগ্রাম প্রতিনিধিঃ ১লা জানুয়ারী ২০২৩ ইং, অত্যান্ত জাকঝমক ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পালিত হল চৌধুরী গ্রুপের ইংরেজী নববর্ষ উৎযাপন। সকালে শ্রমীক/কর্মচারীরা ফুলেল শুভেচ্চার মাধ্যমে বরণ করে নেন কোম্পানীর মালিক ও সিনিয়র কর্মকর্তাদের। এরপর সংক্ষিপ্ত আলোচনা শুরু হয়, আলোচনায় শ্রমীক/কর্মচারীদের উদ্যেশ্যে চৌধুরী গ্রুপের জেনারেল ম্যানেজার জুলফিকার আলী মাসুদ বলেন, বর্তমান বিশ্বে গার্মেন্টস এর প্রতিযোগীতা মূলক বাজারে আমাদের শ্রমীক/কর্মচারীরা অনেক পিছিয়ে আছে, এভাবে চলতে থাকলে দেশের গার্মেন্টস এর উৎপাদন ব্যাহত হবে এবং বহিঃবিশ্বে বাংলাদেশের গার্মেন্টস ব্যাবসা পিছিয়ে পড়বে। এই জন্য শ্রমীক/কর্মচারীদের আরও আন্তরিকতার সহিত কাজ করতে হবে, উৎপাদন বাড়াতে হবে। সমাপনি বক্তব্যে চৌধুরী গ্রুপের শ্রমীক বান্ধব ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিক চৌধুরী বলেন, আমি শ্রমীক/কর্মচারীদের যাবতীয় সকল সুযোগ সুবিধা দিয়ে আসিতেছি এবং ভবিষ্যতেও শ্রমীক/কর্মচারীদের প্রতি আমার আন্তরিকতা ও ভালোবাসা অব্যাহত থাকবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্যেশ্যে আরও বলেন শ্রমীক/কর্মচারীরা যেনো কোনভাবেই তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয় সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন।
এরপর চৌধুরী গ্রুপের পরিচালক রাসেদ মোহাম্মদ চৌধুরীর উপস্থাপনা ও পরিচালনায় কয়েক লক্ষ টাকার পুরষ্কারের মাধ্যমে আকর্ষনীয় র্যাফেল ড্র অনুষ্টিত হয়, র্যাফেল ড্র শেষে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। সবশেষে স্বনামধন্য শিল্পিদের অংশগ্রহনে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় সারাদিন ব্যাপী ইংরেজী নববর্ষ উৎযাপনের আয়োজন।।