বাংলার দর্পন ডেস্কঃ শ্রীলঙ্কায় মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বৃষ্টির পর বন্যা ও ভূমিধসে অন্তত ৯১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ।
বন্যায় দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে গৃহহীনের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। বেশকিছু এলাকায় বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। দেশটির দুর্যোগ পুনর্বাসন সংস্থা জানায়, আগামী কয়েক দিনেও আবহাওয়া প্রতিকূলে থাকবে।
ক্ষয়ক্ষতি এড়াতে, উপকূল ও ভূমিধস প্রবণ এলাকার জনগণকে নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে সরকার। উদ্ধার তৎপরতায় মোতায়েন করা হয়েছে চার শতাধিক সেনা সদস্য।