রেজওয়ানুল আজাদ নিপুন, সাতক্ষীরা প্রতিনিধি:
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দূর্গাবাটি পূর্বের স্থানের পাশে অাবারও ভয়ানক ভাঙ্গন দেখা দিয়েছে। জানতে পেরেই অাজ ২৭ শে মে, ২০১৭ ইং ভোর বেলা ফজরের অাযানের পরপরই ভাঙ্গনস্থলে উপস্থিত হন সাতক্ষীরা – ৪ অাসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস, এম জগলুল হায়দার।
তিনি যখন ঘটনাস্থলে পৌঁছান তখন ভালভাবে সকালের অালো ফোটে নি এবং শ্রমিকরাও কাজে অাসে নি। এরপর শ্রমিকরা অাসলে তাদের সাথে কাজে লেগে যান এমপি মহোদয়। অাবারও এমপি সাহেবকে লুঙ্গি পড়ে, মাথায় মাটির ঝুড়ি নিয়ে কাজ করতে দেখে পূর্বের ন্যায় ভীষণ খুশি হন শ্রমিকরা। কাজ করার পর বিরতিতে শ্রমিকদের সাথে মাটিতে বসে তাদের নিয়ে অাসা পিঁয়াজ, কাঁচা মরিচ ও অাম দিয়ে সকালের পান্তা ভাত খান জগলুল হায়দার এমপি।