মহিলা সমিতির উদ্যোগে বার্সেলোনায় নববর্ষ উদযাপন

জেবুন্নেছা, বার্সেলোনা(স্পেন) :
আধিকাল থেকেই নববর্ষ উদযাপনের ইতিহাস রয়েছে বিশ্বজুড়ে। প্রতিবছর ইউরোপ সহ পশ্চিমা বিশ্ব,নানা আয়োজনের মধ্যে পালন করে থাকে ইংরেজি নববর্ষ।
ইউরোপের দেশ স্পেনেও এর ব্যতিক্রম নয়।
তারই ধারাবাহিকতায় স্পেনের বার্সেলোনায় নতুন বছর কে বরণ করতে, বর্ণিল সাজে,আনন্দঘন পরিবেশে আয়োজন করা হয় শুভাগমন ২০২৩।

শিক্ষিত,মেধাবী,ও স্বদেশপ্রীতি মনা নারীদের নিয়ে গঠিত স্পেনের ঐতিহ্যবাহী সংগঠন,মহিলা সমিতি বার্সেলোনার আয়োজনে অনুষ্টানঠি সারাক্ষণ ছিল আনন্দ মুখরিত।

সংগঠনের সভাপতি মেহেতাব হক জানুর পরিচালনায়,বার্সেলোনার স্থানীয় একটি হলরুমে এ অনুষ্টান উৎযাপিত হয়।
শুরুতেই কেক কেটে অনুষ্টান শুরু করেন সভাপতি মেহেতাব হক জানু।

সারাক্ষণ অনুষ্টানটি আনন্দে মুখরিত করে তুলতে যারা প্রাণপণ চেষ্টা করেছেন,তারা হলেন,বার্সেলোনার স্বনামধন্য নারী সাংবাদিক,নারী জাগরণে যিনি সব সময় কাজ করে যাচ্ছেন জেবুন্নেসা জেবু।

গানের সুরে সুরে অনুষ্টানকে মুখরিত করে তুলতে, মনজু স্বপন, রিতা আহমেদ, স্বপ্না রহমান, দিলরুবা,তাহমিনা আমিন,দীবা গাজী,তাইফা রহমান, মালাইয়া সাঈদ, লাকী টোকন, দীপানুর তাজ,দীপ্তি, জাহান দীপ্তি, আফরিন মনি, ট্রাভেল্স এর স্বাত্বাধীকারী হুমা, আরিফ খান রোবেল,টুকন নুরা আমিন,পলাশ,রুহুল আমিন সহ সামাজিক ও সাংবাদিক নেত্রীবৃন্দের পাশাপাশি নারী উদ্যোক্তা তাহমিনা আক্তার।

শুভ নববর্ষ সবার জন্য বয়ে আনবে অনাবিল সুখ শান্তি আনন্দ। পৃথিবীতে আবার ফিরে আসবে সোনালী দিন। ২০২৩ সাল সবার জন্য মঙ্গল বয়ে আনবে এমনটাই সবার প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *