ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত ইউনিয়ন এলাকার ছাত্রদের নিয়ে যাত্রা শুরু করেছে “নবাবপুর ইউনিয়ন ছাত্র ফোরাম, ঢাকা”।
মঙ্গলবার বিকেলে (২৪ জানুয়ারী) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়নায়তন (টিএসসি) মাঠে এক যৌথ সভার মাধ্যমে সংগঠনটি যাত্রা শুরু করে। এতে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত নবাবপুর ইউনিয়ন এলাকার শিক্ষার্থীরা অংশ নেয়।
সভায় ঢাকা কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র কেফায়েত উল্লাহ চৌধুরীকে আহবায়ক ও একই কলেজের ৩য় বর্ষের ছাত্র আনিসুর রহমানকে যুগ্ম আহবায়ক করে ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, দ্যা ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক (UAP) এর অনার্সের ছাত্র কামরুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিদারুল ইসলাম, তা’মিরুল মিল্লাতের আবু নাঈম।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী আহবায়ক কমিটি আগামী ২ মাসের মধ্যে সদস্য সংগ্রহসহ সাংগঠনের কাঠামো গঠন করে নির্বাচিত কমিটির হাতে ক্ষমতা হস্তান্তর করবে।
এতে আরো সিদ্ধান্ত হয়, তরুণ সমাজের ঐক্যের মাধ্যমে ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখা। বিশেষ করে শিক্ষার হার বাড়াতে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, পাশে দাঁড়ানোসহ সমাজ সংস্কার ও সমাজ সেবায় ভূমিকা রাখাই হবে এই সংগঠনের মূল কাজ।
সংগঠন সম্পর্কে জানতে চাইলে নব নির্বাচিত আহবায়ক কেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য নবাবপুরের তরুণ সমাজকে এক সুতোয় গেঁথে ইউনিয়নের শিক্ষাসহ সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখা। এই লক্ষে আজ আমাদের পথচলা শুরু হয়েছে। আশা করছি সকলের সহযোগিতা নিয়ে নবাবপুর ইউনিয়ন ছাত্র ফোরাম ঢাকা ভূমিকা রাখবে প্রিয় ইউনিয়নের উন্নয়নে।