নিউজ ডেস্ক :
ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. সোহরাব হোসেন, এনডিসি শনিবার সকাল ১০.১৫ মিনিটে রাজধানীর মনোয়ারা হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে………..রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
সোহরাব ১৯৮৬ সালের ২১ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বিসিএস (পুলিশ) সার্ভিসে যোগদান করেন। তিনি দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপ্যাল, রেলওয়ে ও হাইওয়ে রেঞ্জের ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার, সিআইডির ডিআইজি, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এবং শরীয়তপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, নড়াইল ও রাজবাড়ি জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৬২ সালে লালমনিরহাট জেলার সদর উপজেলার কিসামত বিদ্যাবাগিশ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
শনিবার বাদ আসর রাজারবাগ পুলিশ লাইন্সে এসআই শিরু মিয়া মিলনায়তনে জানাজা অনুষ্ঠিত হয়।