নিজস্ব প্রতিবেদক :
ফেনীর কাজীরবাগ এলাকা থেকে কবির হোসেন (৫০) নামে এক গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রুহুতিয়া রাস্তার মাথা থেকে উক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুক, একটি কার্তুজ, একটি গুলির খোসা উদ্ধার করেছে। সে পরশুরাম ধনিন্ডা গ্রামের আবুল খালেক বেতু মিয়ার ছেলে।
ফেনী মডেল থানার ওসি রাশেদ খাঁন চৌধুরী জানান, শনিবার ভোরে রুহুতিয়া ইটভাটা এলাকায় গোলগুলির খবর পায় পুলিশ। সেখানে গিয়ে কবির হোসেন নামে এক ডাকাতের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠান। পুলিশের ধারনা ডাকাতরা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে গোলগুলিতে লিপ্ত হয়। এতে তার মৃত্যু হতে পারে।
তার বিরুদ্ধ ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে বলে জানান তিনি।