ফেনী প্রতিনিধি :
ফেনীর শহরের দাউদপোল এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফারুক হোসেন (৩৯) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছে। মঙ্গলবার (২২ মে) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। র্যাব-৭ এর ফেনী ক্যাম্প ইনচার্জ শাফায়াত জামিল ফাহিম এই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব কর্মকর্তা ফাহিম বলেন, ‘চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে দাউদপোল এলাকায় একটি মাইক্রোবাস তল্লাশি করা হয়। ওই সময় র্যাবকে লক্ষ্য করে গুলি চালালে র্যাবও পাল্টা গুলি চালায়। এসময় ফারুক গুলিবিদ্ধ হয়। ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক।
র্যাব জানায়, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, পাঁচ রাউন্ড কার্তুজ, পাঁচ রাউন্ড গুলির খোসা ও ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এর অাগে সোমবার মধ্যরাতে লেমুয়ায় বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা মঞ্জু নিহত হয়।