সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
সোনাগাজীতে সাংবাদিক গাজী মোহাম্মদ হানিফ’র বিরুদ্ধে মোঃ সোলায়মান কর্তৃক ঢাকার আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানি মুলক মামলা দায়েরের প্রতিবাদে রবিবার (৭নভেম্বর) সকাল ১১টায় সোনাগাজীতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে পৌর শহরের জিরোপয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক ইনকিলাব প্রতিনিধি জসিম উদ্দিন কাঞ্চনের সভাপতিত্বে দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি বাহার উল্যাহ বাহার ও মোঃ ইকবাল হোসাঈনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাংবাদিক মোঃ ওবায়দুল হক, মোঃ ছালাহ্ উদ্দিন, শহীদুল ইসলাম, শরীয়ত উল্যাহ রিপাত ,ওমর ফারুক, আফতাব হোসেন মমিন ভূঞা, মোঃ নাছির উদ্দিন, জহিরুল হক খাঁন সজীব , আবদুর রহিম, কাউসার মাহমুদ, নুরুল আলম মহব্বত, সংবাদকর্মী মোশারফ হোসেন ও কমরেড আবু তাহের প্রমূখ।
সংহতি প্রকাশ করে আরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ, সাবেক পৌর কাউন্সিলর শেখ আবদুল হালিম মামুন, পুজা উদযাপন পরিষদের নেতা বিদ্যুৎ মহাজন, ভূমি রক্ষা কমিটির নেতা মাঈন উদ্দিন নাছির। এতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের প্রায় ৩শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সোলায়মান একজন চিহ্নিত ভুমিদস্যু । সে নিজের কুকৃর্তি ডাকতে শুধুমাত্র সংবাদ প্রকাশের জেরে একজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে । বক্তারা দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
মিথ্যা মামলার শিকার সাংবাদিক হানিফ দৈনিক অগ্রসর ও সাপ্তাহিক ফেনীর ডাক’র প্রতিনিধি এবং সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি।