সাহাব উদ্দিন :
ফেনীর কাজির বাগ ইউনিয়নের মধ্যেম কাজির বাগ এলাকা থেক জেলা গোয়েন্দা পুলিশ শাখা (ডিবি) সোমবার ২১ মে রাতে দুই কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে। তার নাম মো.নবী ওরফে মেরা নবী (২৮)। সে মধ্যম কাজির বাগ গ্রামের বাসীন্দা।
গোয়েন্দা পুলিশ সুত্রে জানাযায়, গোপণ সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মো.নবী ওরফে মেরা নবীকে মধ্যেম কাজীর বাগের পানা উল্লাহ ভুঞা বাড়ী থেকে দুই কেজি গাঁজাসহ আটক করেন।
ফেনী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ হারুন অর রশিদ ২কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নুরুন্নবী এলাকায় চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।