তালুকদার খালেকের আসনে মনোনয়ন পেলেন তাঁর স্ত্রী হাবিবুন নাহার

নিউজ ডেস্ক :

বাগেরহাট-৩ (রামপাল-মংলা) উপনির্বাচনে খুলনার নবনির্বাচিত সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের স্ত্রী হাবিবুন নাহারকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের দলীয় প্রতীকে আগামী ২৬ জুন এ আসনের উপনির্বাচন লড়বেন তিনি।

গতকাল সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাগেরহাট-৩ আসনের উপনির্বাচনে সংসদীয় মনোনয়ন বোর্ড সর্বসম্মতভাবে হাবিবুন নাহারকে মনোনয়ন দিয়েছে।

এর আগে গত রোববার বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন হাবিবুন নাহার।

উল্লেখ্য, বাগেরহাট-৩ আসনের এমপি ছিলেন তালুকদার আবদুল খালেক। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য গত ১০ এপ্রিল তিনি সংসদ থেকে পদত্যাগ করেন। খালেকের পদত্যাগের পর বাগেরহাট-৩ আসন শূন্য হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *