করোনা ঝুঁকিতে খুলনার কয়রা ইউপি চেয়ারম্যান সহ আক্রান্ত ৯ জন

শেখ সিরাজুদ্দৌলার লিংকনঃ
খুলনার কয়রা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহেশ্বারিপুর ইউপি চেয়ারম্যান বিজয় কুমার সরদার সহ এপর্যন্ত উপজেলায় ৯ জন করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুদীপ বালা।

বিষয়টি নিয়ে জনমনে আতংক বিরাজ করলেও সামাজিক দূরাত্ব মানছে না কেউ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তেমন ধরনের তদারকি ও চোখে পড়ছে না। উপজেলা সদরের বাজার সহ আশপাশের গ্রাম অঞ্চলের বাজার গুলোতে রয়েছে সাধারণ মানুষের পর্যাপ্ত ভিড় ।

এতে করে উদ্ধিগ্ন হয়ে পড়েছে সচেতন মহল । ত্রাণের আশায় গ্রাম অঞ্চল থেকে প্রতিদিন উপজেলা সদরে উঠে আসছে শত শত নারী- পুরুষ। তাদের মুখে নাই মাক্স, মানছেনা সামাজিক দূরত্ব।

বাজারের দোকানপাট ও ব্যাংক গুলিতে রয়েছে উপচে পড়া ভিড়।এভাবে চলতে থাকলে ভয়াবহ রুপ নিবে আম্পান উপদ্রুত উপকূলীয় এই অঞ্চল।
উপজেলা নির্বাহি অফিসার শিমুল কুমার সাহা বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *