ফেনী প্রতিনিধি : ফেনীর লেমুয়ায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মঞ্জুরুল আলম(৪৯) নামের এক মাদক বিক্রেতা নিহত হয়েছে।
র্যাব জানায়, গতরাতে ফেনী সদরের লেমুয়া নামক স্থানে চট্টগ্রাম থেকে আসা সন্দেহবাজন প্রাইভেটকার তল্লাশীর উদ্দেশ্যে সিগনাল দেয়া হয়। গাড়ীটি র্যাবের সিগনাল অমান্য করে সামনে গিয়ে র্যাব সদস্যদের লক্ষ করে গুলি ছোড়ে ,র্যাবও অাত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ওই মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়। সে চট্রগ্রামের সাতকানিয়া উপজেলার হাজী অাবদুল করিমের ছেলে। সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সুত্র অারও জানায়, এসময় তার গাড়ী থেকে ১ টি বিদেশী পিস্তলসহ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সে এর আগেও চট্টগ্রাম র্যাব এর হাতে ইয়াবা সহ আটক হয়েছিল বলে জানা যায়। উল্লেখ্য- সে গতরাতে ইয়াবা নিয়ে মাইক্রোবাসে করে ঢাকা যাচ্ছিল।