সোনাগাজী(ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে পূর্ব শত্রুতার জেরে ১২মার্চ দুপুরে এক গৃহবধুকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। এসময় ওই গৃহবধুকে বাঁচাতে আসা আরো তিনজন গুরুতর আহত হয়। পরদিন আহত অপর এক গৃহবধু বাদি হয়ে সোনাগাজী থানায় মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার এক সপ্তাহ পরও কাউকে গ্রেপ্তার করতে পারেনি থানা পুলিশ। পুলিশে দাবি আসামীরা পলাতক রয়েছে।
জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ১২মার্চ দুপুরে উপজেলার চর সোনাপুর গ্রামের শহীদ উল্লাহর নতুন বাড়ীর গৃহবধু আজিমা আক্তার এর উপর হামলা করে ছমদ আলী হাজী বাড়ীর হুমায়ুন কবির স্বপন(৪০), রফিক (৪৫) , হারুন (৫৫) ও তাদের ভাড়াটে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা একই বাড়ীর মিজানুর রহমানের স্ত্রী বিবি মরিয়ম, বোরহানের স্ত্রী পারুল, শহীদ উল্লাহ এবং মিজানুর রহমানকেও মারধর করে । এবং নগদ টাকা, মোবাইল ও স্বর্নালংকার লুট করে নেয় ওইসব সন্ত্রাসীরা।
বাড়ীর লোকজন আহতদের উদ্বার করে সোনাগাজী হাসপাতালে ভর্তি করেন। পরদিন মিজানুর রহমানের আহত স্ত্রী মরিয়ম বাদি হয়ে সোনাগাজী থানায় মামলা করেন। মামলা এফআইআর হওয়ার ৭দিন পরও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন বলেন, মামলার তদন্ত কর্মকর্তা দফায় দফায় অভিযান চালিয়েছেন। আসামীরা পলাতক হওয়ায় কাউকে আটক করা যায়নি।