জানে আলম শেখ, ঠাকুরগাঁও : পবিত্র মাহে রমজানে দ্রব্যমুল্যের বাজার স্থিতিশীল রাখতে খোলা বাজারে সরকার নির্ধারিত মুল্যে ঠাকুরগাঁওয়ে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার(১৮ মে) পহেলা রমজান সকাল থেকে শহরের ঘোষপাড়া (আগমণী স্পোর্টিং ক্লাব সংলঘ্ন) এলাকায় এ কার্যক্রম শুরু হয়।
ঠাকুরগাঁওয়ে প্রাপ্ত টিসিবি পণ্যের মধ্য রয়েছে চিনি(তীরমার্কা), সয়াবিন তেল(পুষ্টি), মশুর ডাল(কানাডা), খেজুর(সৌদি) ও ছোলা বুট(অস্ট্রেলিয়া)। এখান চিনি প্রতি কেজি পাওয়া যাবে ৫৫ টাকায়, সয়াবিন তেল প্রতি লিটার ৮৫ টাকায়, মশুর ডাল প্রতিকেজি ৫৫ টাকায় ও ছোলা বুট কেজি প্রতি ৭০ টাকায়।
রমজান উপলক্ষে জেলায় টিসিবি পণ্য পরিবেশনকারি একমাত্র ডিলার স্বর্গ-সমুদ্র ট্রেডার্স এর স্বত্তাধীকারি সুব্রত সরকার জানান, সরকার নির্ধারিত মুল্যে একজন ব্যক্তি প্রতিটি পণ্য সর্বোচ্চ পাঁচ কেজি পর্যন্ত ক্রয় করতে পারবেন।আগামী রবিবার থেকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত টিসিবি পণ্য ক্রয় করতে পারবেন ভোক্তা সাধারণ।
কতদিন পর্যন্ত এ কার্যক্রম চলবে জানতে চাইলে তিনি বলেন, পুরো রমজান মাস জুড়ে এ কার্যক্রম চলবে। এছাড়াও পণ্যের মুল্য পরিবর্তনেরও আভাস দেন তিনি।