সোনাগাজীতে অস্ত্র ও গুলিসহ জলদস্যু জসিম উদ্দিন গ্রেফতার | বাংলারদর্পন 

ফেনী প্রতিনিধি : শুক্রবার রাতে সোনাগাজী  উপজেলার চর সাহাভীকারী গ্রামে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত ও জলদস্যু সর্দার জসিম উদ্দিন প্রকাশ জসিম ডাকাত(৩৫)কে গ্রেপ্তার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। সে দক্ষিন চরসাহাভিকারী গ্রামের আবু তাহের এর ছেলে । এসময় তার কাছ থেকে  ১টি এলজি, ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। 

ওসি মোয়াজ্জেম হোসেন বাংলারদর্পনকে জানান, ধৃত জসিমকে থানায় নিয়ে আসাকালীন সময়ে দক্ষিন চরসাহাভিকারী গ্রামের হাজী পাড়া আবুল বাশার এর দোকানের সামনে ওঁত পেতে থাকা তার সহযোগীরা অতর্কিতভাবে পুলিশের উপর হামলা চালায়। পুলিশও অাত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে ৯ পুলিশ সদস্য ও জসিম অাহত হন। জসিম এর বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় ৩টি ডাকাতি, ১টি হত্যা, ১টি অস্ত্র মামলা সহ মোট ০৯টি মামলা রয়েছে।

জানা যায়, উপকূলীয় শীর্ষ জলদস্যু সর্দার ভাগিনা কালাম ক্রসফায়ারে নিহত হওয়ার ওই অঞ্চলে জলদস্যু বাহিনীর দায়ীত্ব নেয় ধৃত জসিম।

শনিবার দুপুরে অস্ত্র অাইনে মামলা রুজু করে অাদালতে প্রেরন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *