নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রাম মহানগরীর বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, রেজি নং-চট্ট-১৭৯ এর গত ১৫ মে নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহন অনুষ্ঠান সকাল ১০ টায় চট্টগ্রাম মহানগরীর ষ্টেশন রোডস্থ বিআরটিসি মার্কেট ফেডারেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সহ সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ গ্রহন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম।
সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি হাজী আব্দুল নবী লেদু, চট্টগ্রাম প্রাইম মোভার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, চট্টগ্রাম ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাজী আব্দুস ছবুর, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক অলি আহাম্মদ, চট্টগ্রাম মেট্টো পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন, রেসালা পরিবহনের জি এম মোঃ ইমরান হোসেন , বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের কার্যকরী সভাপতি রবিউল মাওলা,এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ মুছা, চট্টগ্রাম মেট্টো পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন তার বক্তব্যে বলেন, কিছু কিছু পরিবহন শ্রমিক মাদকাসক্ত রয়েছে। মাদকাসক্ত শ্রমিকদেরকে কার্ড না দেওয়ার জন্য তিনি পরিবহন মালিকদের প্রতি অনুরোধ জানান। তিনি আরো বলেন, নগরীতে যান চলাচলের ক্ষেত্রে কিছু কিছু চালকের কারণে বিশৃংখলার সৃষ্টি হয়। বিশৃংখলা নিরসনে মালিক শ্রমিক একসাথে কাজ করলে তিন মাসের মধ্যে যান চলাচলের ক্ষেত্রে শৃংখলা ফিরে আসবে।
এই ব্যাপারে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি রোড পারমিটবিহীন গাড়ি না চালানোর জন্য মালিকদের প্রতি আহব্বান জানান। নানা অজুহাতে পুলিশী হয়রানিরও সমালোচনা করে তিনি বলেন শহর নষ্ট করার পিছনে শ্রমিকের চেয়ে বেশী দায়ী পুলিশ। তিনি আরো বলেন, পুলিশি হয়রানি বন্ধ করার জন্য আমরা আন্দোলনে নেমেছিলাম কিন্তু কিছু বিপথগামী শ্রমিকের কারণে তা সফল হয়নি। বিভিন্ন সংগঠনের নামে ষ্টিকার দিয়ে চাঁদাবাজির সমালোচনা করে তিনি বলেন, এইভাবে চাঁদাবাজি সাময়কিভাবে করা যাবে কিন্তু স্থায়ী হবে না। বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক অলি আহাম্মদ তাঁর বক্তব্যে চট্টগ্রাম মহানগরীতে চালকদেরকে সতর্কভাবে গাড়ী চালানোর আহব্বান জানান। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ মুছা তার বক্তব্যে চালকদেরকে নিয়ম মেনে গাড়ী চালানোর আহব্বান জানান। তিনি বলেন, কিছু পকেট মালিকি পরিবহন সেক্টরকে ধ্বংস করেছে। এসব মালিক সমিতির শ্রমিকেরা পরিবহন চলাচলের ক্ষেত্রে বাঁধার সৃষ্টি করে। অনাকাঙ্খিতভাবে শহরে যানজট সৃষ্টি করা হচ্ছে। এগুলি বিশৃংখলা সৃষ্টিকারীদের কাজ। তিনি নিয়ম মেনে গাড়ী চালাতে শ্রমিকদের বুঝানোর জন্য আহব্বান জানান। তবে চেষ্টা করলে তিন মাসের মধ্যে পরিবহন সেক্টরে শৃংখলা ফিরিয়ে আনা সম্ভব বলে তিনি মন্তব্য বরেন। নেতৃবৃন্দের বক্তব্য শেষে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ মুছা নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান।
নব নির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে শপথ গ্রহন করেন সভাপতি মোঃ নুরুল হক, কার্যকরী সভাপতি মোঃ শহীদুল ইসলাম, সহ সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, সজল কান্তি বিশ্বাস, সূর্যদাশ গুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুস্তম আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সিপন, প্রচার সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সহ প্রচার সম্পাদক মোঃ হারুন অর রশিদ, কোষাদক্ষ হাজী আব্দুল হাকিম হারুন, দপ্তর সম্পাদক তাজুল ইসলাম এবং ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মনির হোসেন এবং কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে শপথ গ্রহন করেন আব্দুর রহিম, মোঃ জাফর, হেলাল উদ্দিন, মোঃ বাদশা, মনতোষ মজুমদার, মোঃ পেয়ারুল ইসলাম, মোঃ মোক্তার হোসেন ও মোঃ খোকন মিয়া প্রমূখ। উল্লখ্যে যে গত ৮ মে চট্টগ্রাম মহানগরী বাস-মনিবিাস সড়ক পরবিহন শ্রমকি ইউনয়িন এর র্কায্যকরী পরষিদ এর নর্বিাচন অনুষ্ঠতি হয় ।