বিএমএসএফ’র ১৪ দফা দাবিতে কক্সবাজারে সাংবাদিক সমাবেশ ও বিজয় শোভাযাত্রা

কক্সবাজার সংবাদদাতাঃ  ১ ডিসেম্বর ২০১৮ :

দেশের সকল পেশাদার সাংবাদিকদের ওয়েজবোর্ডের সুযোগ-সুবিধা প্রদান, সাংবাদিক নির্যাতন বন্ধসহ বিএমএসএফ’র ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় সাংবাদিক সমাবেশ ও বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর উদ্যোগে শনিবার সকাল ১০টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এসময় শোভাযাত্রাটি উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন। পরে শোভাযাত্রাটি কক্সবাজার সদরের গুরুত্বপূর্ণ স্থান পদক্ষিণ শেষে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলটের সভাপতিত্বে এতে আালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।

এসময় বক্তারা ১৪ দফা পূরণের দাবি জানিয়ে বলেন, সাংবাদিকদের কলম আর ক্যামরা মাথা নত করে না’ এ স্বাধীন দেশে মুক্ত গণমাধ্যম কর্মীরা নির্যাতনের স্বীকার হবে এটা মেনে নেওয়া যায় না। পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা হামলা-মামলা করে কলম থামিয়ে দেয়া যাবে না। সাংবাদিকরা এদেশের বোঝা নয় সম্পদ। আমরা এদেশের গণমানুষের কথা বলি, গণ মানুষের কথা লিখি, কিন্তু পরিতাপের বিষয় হলো, আমাদের কথা কেউ বলেও না লেখেও না। আমরা চাই সরকার আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করণ, সাংবাদিকদের রুটি-রুজি ও মর্যাদার ব্যবস্থা করুন।

শোভাযাত্রায় ও আলোচনা সভায় উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন, বিএমএসএফ’র সহ সভাপতি মো. আকরাম হোসেন, আইন উপদেষ্টা অ্যাডভোকেট কাওসার হোসাইন, কেন্দ্রীয় আইন সস্পাদক অ্যাডভোকেট খায়ের উদ্দিন শিকদার, ফেনী জেলা সভাপতি জসিম মাহমুদ, কক্সবাজার কমিটির আহবায়ক মিজান রশিদ মিজান, বাক্ষ্রনবাড়িয়ার সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম কমিটির আহবায়ক কেএম রুবেল, সোনাগাজি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজিজুল হক হিরণ, সেভ দ্যা রোড প্রতিষ্ঠাতা মোমিন মেহেদি, চাপাইনবাবগঞ্জের বিএমএসএফ কমিটির আহবায়ক মো. ফয়সল আজম অপুমসহ চট্টগ্রাম বিভাগীয় ১১ টি জেলার মফস্বল সাংবাদিক নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *