জানে আলম শেখ ,ঠাকুরগাঁও :
‘কারিগরি শিক্ষা নিলে দেশ-বিদেশে চাকরি মিলে’- প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ে এক বর্ণাঢ্য র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গন নদীর তীরে অপরাজয় ৭১ এ গিয়ে শেষ হয়। র্যালির উদ্বোধন করেন কারিগরি শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং স্টেপ এর প্রকল্প পরিচালক এবিএম আজাদ।
র্যালিতে সরকারি পলিটেকনিক ইন্সস্টিউট, লাইফ লাইন পলিটেকনিক, মৃণাল কম্পিউটার একাডেমি, টেকনিকাল স্কুল এন্ড কলেজ এবং আইসিটি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে “রোল অফ টেকনিকাল এডুকেশন টু এপিবি এসডিজিএস” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ আলী আকবর খান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলাব্রত কর্মকার, সহকারী পুলিশ সুপার আবু লাইস মো ইলিয়াস জিকু, পিডিবি’র নির্বাহী প্রকৌশলী অরুনাংসু সেন প্রমুখ।