দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বড়পুকুরিয়া কাল মাইনিং কোম্পানী লিমিটেড শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কার্যালয়ে ৫ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন ।
বড়পুকুরিয়া কাল মাইনিং কোম্পানী লিমিটড শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং-রাজ-১৯৫৬ এর সকল ¯স্থায়ী নিয়ামিত সদস্যদের এক সভা গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২৮ এর পরের অংশ মোতাবেক পূর্ব ঘোষিত নোটিশ মতে ইউনিয়নের কার্যালয়ে সভা আহবান কারী সদস্য মো. দুলাল মিয়ার সভাপতিত্বে গত ৯ এপ্রিল বিকাল সাড় ৫টায় সভা অনুষ্ঠিত হয় ।
সভায় অনাস্থা প্রস্তাব আনায়নকারী সদস্যগন উপস্থিত থেকে সভার কাজ শুরু হয়। সভায় মো. দুলাল মিয়া বলেন ০৩/০৩/২০১৩ইং তারিখ ইউনিয়ন দ্বি-বার্ষিক নির্বাচন হওয়ার পর ইতি মধ্যে ৪ বছর পার হয়ে যায়। পুর্বের কমিটি আজ পরন্ত্যÍ নির্বাচন করার কোন উদ্দ্যোগ নেয়নি। বাইরের লোকজনদের সদস্য করে ট্রেড ইউনিয়নকে বিপদে ফেলেদিয়েছে। সে কারনে উক্ত অনুচ্ছেদের অংশ মোতাবেক অনাস্থা প্রস্তাব পাশ করানোর জন্য গত ০৪/০৪/২০১৭ইং তারিখ সভায় উপস্থিত হওয়ার জন্য নােটিশ করেন। উপস্থিত সকলেই এক বাক্যে দাঁড়িয়ে বলেন “মেয়াদ উত্তীর্ন আবুল কাশেম সিকদার, মহিউদ্দিন আহমদ পরিচালিত কার্যনির্বাহী কমিটির উপর অনাস্থা পাশ করা হোক। ৬৬% সদস্যের উপস্থিতিতে এবং সম্মতিতে মেয়াদ উত্তীর্ন কার্যনির্বাহী কমিটির উপর অনাস্থা প্রস্তাব পাশ করা হয়।