কুুড়িগ্রাম প্রতিনিধি :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং হলোখানা ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী দুলাল মিয়া মতবিনিময় সভা করেছেন ।
রবিবার (২৪অক্টোবর ) সন্ধ্যায় ০৫ নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ও বাজারে ভোটার ও এলাকাবাসীর সাথে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় তরুণ সমাজসেবক মেম্বার পদ প্রার্থী দুলাল মিয়া বলেন, আমি জন্মের পর থেকে আপনাদের সহিত সুখে-দুঃখে আছি এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে চাই।
এটা আমার জন্মস্থান এই ওয়ার্ড আমার মায়ের মতই। আমি আপনাদের সেবা করার জন্য এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০৫ নং ওয়ার্ড থেকে মেম্বার প্রার্থী হয়েছি। যদি আমি আপনার ভোটের যোগ্য হই তাহলে আমাকে ভোট দিবেন।
আমি আপনাদের সাথে অতীতে ছিলাম, যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো।
দুলাল মিয়া আরও বলেন,” নেতা মানে সম্মাণিত নয়, আর জনগন মানে অপমানিত নয়,সবাই তো মানুষ”। ০৫ নং ওয়ার্ডের জনগন আমাকে যখনই ডাকবেন, রাত বা দিন সব সময় আমি আপনাদের সেবায় ঝাঁপিয়ে পড়বো।
রতি কান্ত রায়