অনলাইন ডেস্ক :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ঘাতক স্ত্রী বিলকিস আক্তার তার স্বামীকে গরম তেল নিক্ষেপ করলে ১০ দিন চিকিৎসাধীন থেকে অবশেষে মারা যায়। উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামে মিয়াজি বাড়িতে পারিবারিক কোন্দলের জের ধরে গত ৩ মে রাত স্ত্রীর গরম তেল নিক্ষেপ করায় স্বামী সহিদ উল্লাহর মাথা ও সারা শরীর ঝলসে যায়। সহিদ উল্লাহকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা যায়। নিহত সহিদ উল্লাহ একই গ্রামের আহমদ উল্লাহর ছেলে।
এলাকাবাসী জানান, নরোত্তমপুর ইউনিয়নের মিয়াজি বাড়ির সহিদ উল্লাহর সঙ্গে তার স্ত্রী বিলকিছ আক্তারের ২ মাস ধরে পারিবারিক কোন্দল ও উত্তেজনা বিরাজ করছিল। ৩ মে রাতে স্বামী স্ত্রী তর্ক-বিতর্কের এক পর্যায়ে স্ত্রী ক্ষিপ্ত হয়ে রান্নাঘরের গরম তেল স্বামী সহিদ উল্লাহর মাথা ও সারা শরীরে নিক্ষেপ করে। স্বজনেরা সহিদ উল্লাহকে গুরুতর অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসার ১০ দিন পর সহিদ উল্লাহ গত রোববার রাত ৮টায় মারা যায়। বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা সাংবাদিকদের জানান, পারিবারিক কোন্দলের জের ধরে বিলকিস আক্তার তার স্বামীকে গরম তেলে নিক্ষেপের ১০ দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ব্যাপারে বিলকিস আক্তারের বিরুদ্ধে মামলা হয়েছে।