ঢাকা : জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক ডিপজলের নতুন ছবি ‘এক কোটি টাকা’র মহরতে গত ৩১ ডিসেম্বর তার ফুলবাড়িয়ার শুটিংস্পটে সম্পন্ন হয়েছে। এতে বেশ ঘটা করে এ ছবির জন্য অমৃতা ও বাপ্পির নাম ঘোষণা করা হয়। তবে কয়েকদিন পরই সিদ্ধান্তের পরিবর্তন। এ ছবিতে এখন অমৃতার পরিবর্তে শিরিন শিলাকে নেয়া হয়েছে। গতকাল অভিনেত্রী শিরিন শিলা বলেন, ‘এক কোটি টাকা’ ছবিতে আমি আজ অমৃতার পরিবর্তে চুক্তিবদ্ধ হয়েছি। ছটকু আহমেদের পরিচালনায় এ ছবির কাজ এরইমধ্যে শুরু হয়েছে। এ ছবিতে বাপ্পির বিপরীতে কাজ করব আমি। সাভারে আজ থেকে এ ছবির শুটিংয়ে অংশ নিচ্ছি। এদিকে অমৃতা বলেন, কী কারণে আমাকে বাদ দেয়া হয়েছে আমি তা জানি না। তবে ‘এক কোটি টাকা’ ছবির তিনদিন শুটিং করেছিলাম। এটা নিয়ে আর কিছু বলতে চাই না। গত ১ জানুয়ারি উত্তরায় এ ছবির শুটিং শুরু হয়। ‘এক কোটি টাকা’ ছবিতে ডিপজলের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা আঁচল। এতে আলী চরিত্রে অভিনয় করছেন ডিপজল। আর বকুল চরিত্রে আঁচল। অনি-বনি কথাচিত্র প্রযোজিত এ ছবিতে মিজু আহমেদসহ আরও অনেকে অভিনয় করছেন।
Related Posts
অশ্লীলতার দায়ে আইনি জটিলতায় ‘বিগ বস’?
বাংলার দর্পন ডেস্ক: বিগ বস-এর প্রতিটি সিজনেই থাকে নান রকম চমক, সেই সঙ্গে পরতে পরতে তর্ক-বিতর্ক-সামলোচনা, এক কথায় ঘটনার ঘনঘটা।…
স্টুডগার্ডে লি’স ওয়াড্রোব এর উদ্যোগে গ্রীষ্মকালীন মেলা
জার্মানি থেকে ফাতেমা রহমান রুমা :স্টুডগার্ডে লি’স ওয়াড্রোব আয়োজন করলো বিভিন্ন উদ্যোক্তাদের নিয়ে গ্রীষ্ম কালীন মেলা এবং সাথে বর্তমান প্রজন্মদের…
বিচ্ছেদের যন্ত্রণা ভুলতে প্রেমিকের বাড়ির সামনে ডিজে পার্টি
ডেস্ক রিপোর্ট : প্রেম ভাঙ্গনের দুঃখে ছেলেরা কতো কি করে, কেউ দাড়ি রেখে দেবদাস হয়। কেউ বিচ্ছেদের যন্ত্রণা ভুলতে নেশায়…