অাজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

নিউজ ডেস্ক :

আজ ৩মে বৃহষ্পতিবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতিবছরের মতো সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে সোনাগাজী  প্রেস ক্লাব আজ সকাল  ১০টায় আলোচনাসভার আয়োজন করেছে। সারাদেশে প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন নিজ নিজ ব্যানারে নানা অায়োজনে দিবসটি পালন করবে।

দিবসটি উপলক্ষে তথ্য মন্ত্রণালয় প্রেরিত এক নিবন্ধে বলা হয়েছে, দেশের উন্নয়নকে টেকসই, গতিশীল ও অংশগ্রহণমূলক করতে অবাধ তথ্যপ্রবাহের কোনো বিকল্প নেই। বর্তমান সরকার অনুসৃত এ অন্যতম মূলমন্ত্র বাস্তবায়নে তথ্য মন্ত্রণালয় কাজ করছে। গণমাধ্যমের উন্নয়নে এ সময়ে নতুন এক হাজার ৬৪৭টি পত্রিকা নিবন্ধিত হয়েছে; বেসরকারি খাতে নতুন ৩৬টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনুমোদনসহ ২৪টি এফএম বেতার এবং ৩২টি কমিউনিটি রেডিওর অনুমোদন দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *