ঠাকুরগাঁওয়ে কুকুরের কামড়ে ১০ জন আহত | বাংলারদর্পন

জানে-আলম(শেখ):

ঠাকুরগাঁও সদর এলাকার কুকুরের কামড়ে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। আহতদের মধ্যে বৃদ্ধ ও তরুণও রয়েছে। আর অন্যদিকে ফকির পাড়া (চাঁনমারি পাড়ায়) ৭ টি ছাগল কে কামরে মেরে ফেলছে।

আহতরা ভ্যাকসিন কিনতে না পেরে কবিরাজি চিকিৎসা নিচ্ছেন।

এলাকাবাসী জানান মুন্সি পাড়া,খাল পাড়া,হাজি পাড়,আশ্রাম পাড়া,ওকলেজ পাড়ায়, জানা গেছে ২৫ জন আহত হয়েছে। এছাড়াও এলাকার কুকুরের কামুড়ে আহত ব্যক্তিরা অধিকাংশ হতদরিদ্র। তারা দিন আনে দিন খায়।১নং থেকে ১২ নং ওয়ার্ডের বাসিন্দারা বলেন

আমরা গরীব মানুষ ভ্যাকসিন কিনতে না পেরে কবিরাজি চিকিৎসা নিচ্ছি। আরেকজন সুভা বলেন, দিন আনি দিন খায়। সংসার চালানো দায়। টাকার অবাবে এখন পর্যন্ত ভ্যাকসিন কিনতে পারিনি।

কুকুর যাদের কামড় দিয়েছে তারা সবাই হতদরিদ্র। এছাড়া পৌরসভায় ভ্যাকসিনের ব্যবস্থা না থাকায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে যাওয়া পরামর্শ দিয়েছি এলাকা বাসি।

কুকুরের কামড়ের ভ্যাকসিন না দিলে সে পাগল হয়ে মানুষকে কামড়াতে শুরু করবে। আর কিছুদিন পর সে মারা যাবে। এর প্রতিকার করতে হলে এলাকায় কুকুর নিধন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *