ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে এম.এ.লতিফ এমপি’র দলীয় কার্যালয়ে আলোচনা সভা

চট্টগ্রাম ব্যুরো :

 

চট্টগ্রাম-১১ আসনের বাংলাদেশ আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনসমূহের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে এম. এ. লতিফ এমপি’র ৩ নং জেটি গেইটস্থ দলীয় কার্যালয়ে অদ্য সকাল ১১.০০ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩৬ নং ওয়ার্ড বন্দর থানা আওয়ামী লীগ নেতা ফরিদ আলম’র সভাপতিত্বে প্রধান অতিথি মহানগর আওয়ামীলীগ’র সদস্য নুরুল আলম বলেন-আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি চিরস্মরনীয় দিন। ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিব নগর থেকে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়। ২৬ শে মার্চ শেখ মুজিবুর রহমানের দেয়া স্বাধীনতার ঘোষণাকে এর মাধ্যমে প্রতিপাদন করা হয় বলে তিনি উল্লেখ করেন। এ দিনে ঘোষিত এক ঘোষণাপত্রে, ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণাকে দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করা হয়। সভায় আরো বক্তব্য রাখেন ৩৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র ভারপ্রাপ্ত সভাপতি হোসেন মুরাদ, ৩৭ নং লবন শ্রমিকলীগ সভাপতি আবদুল মতিন মাস্টার, প্রবীন আওয়ামীলীগ নেতা এজহার মিয়া, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবু, যুগ্ম-সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, স্বাধীনতা নারী শক্তি সংগঠনের সভানেত্রী অধ্যাপিকা বিবি মরিয়ম, রেলওয়ে শ্রমিক লীগ নেতা কামাল উদ্দিন চৌধুরী, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ইমতিয়াজ হোসেন বাবলা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইমাম হোসেন, ৩৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সেলিম আফজল, ৩৮ নং ওয়ার্ড  আওয়ামীলীগ’র আইন বিষয়ক সম্পাদক জাহিদুল আলম মিন্টু, যুবলীগ নেতা আক্তার হোসেন, ইউনিট আওয়ামী লীগ সভাপতি মোঃ ইমতিয়াজ, মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক কাজী মোঃ আরিফ, ব্যারিষ্টার সুলতান আহম্মদ ডিগ্রী কলেজের ছাত্র সংসদের ভিপি মোঃ জাহেদ হোসেন খোকন, সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন বাবর, আওয়ামীলীগ নেতা মোঃ সাদেক, মোঃ ইমরান, ২৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র প্রচার সম্পাদক আবু তাহের রাজু, যুবলীগ নেতা রাশেদ যোবায়েরী, হাসান উদ্দিন সোহেল, সালাউদ্দিন রনি, মোঃ আলী আকবর, মোঃ শহিদ, মোঃ জুয়েল, জাহেদ হোসেন, মনিরুল হক মুন্না ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ সুমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *