চট্টগ্রামে প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৭

 

মোঃ আলাউদ্দীন (চট্টগ্রাম) :

 

 

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন  মেহেদী বাগস্থ, দামপাড়া ১নং গলি নসুয়া ভবন হোল্ডিং নং ৫৫৭/৫৯৯, জনৈক মোক্তার হোসেনের বাড়ীর নিচ তলায় দুইজন প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য চলমান এইচএসসি-২০১৮ পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা শুরু হওয়ার পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে সরবরাহ করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৬ এপ্রিল ২০১৮ ইং তারিখ রাত ২১.৩০ ঘটিকার সময় স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম, পিপিএম এর নেতৃত্বে র‌্যাবের  অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আফজাল (২১), পিতা- মোঃ আহমদ চফা, গ্রাম- বৈলগাঁও (দক্ষিণ পাড়া), পোঃ রাণীগ্রাম, থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রাম এবং ২। মোঃ আব্দুল্লাহ ফাহিম (১৯), পিতা- আব্দুল হামিদ মিয়া, গ্রাম- কৃষ্ণপুর (আবিদ মাষ্টারের বাড়ী), পো- কৃষ্ণপুর, থানা- খালিয়াজুরী, জেলা- নেত্রকোনা, উভয় বর্তমান ঠিকানা- নসুয়া ভবন, হোল্ডিং নং ৫৫৭/৫৯৯ (জনৈক মোক্তার হোসেনের ভাড়াটিয়া), মেহেদীবাগ, দামপাড়া ১নং গলি, চকবাজার, সিএমপি চট্টগ্রাম’দেরকে চলমান এইচএসসি পরীক্ষা-২০১৮ এর প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত ০৬ টি মোবাইল সেট এবং ১২ টি সীম কার্ডসহ হাতেনাতে গ্রেফতার করে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ফেইসবুক ও ডযধঃং অঢ়ঢ় এর মাধ্যমে তাদের প্রথম প্রশ্ন ফাঁস চক্রের সাথে যোগাযোগ হয় এবং পরবর্তীতে বিভিন্ন ঝড়পরধষ গবফরধ এর মাধ্যমে অন্যান্য গ্রুপের সাথে যুক্ত হয়। এ সমস্ত গ্রুপের এ্যাডমিনদের সাথে সখ্যতার মাধ্যমে তাদের কাছ থেকে প্রশ্নপত্র সংগ্রহ পূর্বক পরীক্ষায় অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের নিকট হতে বিকাশের মাধ্যমে অর্থ গ্রহণ করে ইন্টারনেটের বিভিন্ন এ্যাপস এর মাধ্যমে ভুয়া এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র পাঠিয়ে দেয়ার কাজে জড়িয়ে পড়ে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, এই চক্রটি বিগত এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত ছিল এবং তারা শিক্ষার্থীদের বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল পরিবর্তন করে দেওয়ার প্রলোভনও দেখিয়ে আসছিল। তাদের দেয়া তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

গ্রেফতারকৃত আসামীদের চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *