মোঃ আফজাল হোসেন ,দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে দুই মাদক সেবীর সাজা ও জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত, উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত,ফুলবাড়ী পৌর এলাকার তেতুঁলিয়া ও কাজিহাল ইউনিয়নের পারুইল এলাকায় অভিযান চালিয়ে,মোঃ রাজু মিয়া (২২) নামে এক মাদক সেবীকে আটক করে এক মাসের সাজা প্রদান ও মোঃ কামরুজ্জামান (৩২) সামে এক মাদক সেবীকে আটক করে এক হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
সাজাপ্রপ্ত মোঃ রাজু মিয়া তেতুঁলিয়া গ্রামের মোঃ মঞ্জুরুল ইসলামের পুত্র ও জরিমানা প্রদান কারী মোঃ কামরুজ্জামান চৌকিয়াপাড়া গ্রামের মোঃ মোজাফ্ফর রহমানের পুত্র।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদ আলী ঘটনা নিশ্চিত করে জানান, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত, পৌর এলাকায় তেতুঁলিয়া জিয়ারমীল মোড়ে অভিযান চালিয়ে গাজাঁ সেবন করার সময় রাজু মিয়াকে আটক করে ও পারইল এলাকায় অভিযান চালিয়ে সোলাইমদ সেবন করার সময় কামরুজ্জামনকে আটক করে, ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের বিশেষ ক্ষমতা বলে, একজনকে সাজা প্রদান ও একজনের নিকট জরিমানা আদায় করেন।
ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবীর সাজা ও জরিমানা