বিনোদন ডেস্কঃ
আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ এমন খবর চাউর হচ্ছে। পাত্রীর নাম ব্রিটিশ অভিনেত্রী ভেনেসা কিরবি। টম ক্রুজের মতো ততটা অভিজ্ঞ কিংবা জনপ্রিয় নন ভেনেসা।
কিন্তু ‘দ ক্রাউন’ সিরিয়ালে ভেনেসার অভিনয় দেখে নাকি খুবই মুগ্ধ হয়েছেন টম ক্রুজ। ২৮ বছর বয়সী এ অভিনেত্রীকে নাকি বিয়েও করতে চান তিনি।
ভেনেসা অবশ্য গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এসব ‘সত্যি নয়’ বলে দাবি করেছেন। টম ক্রুজের ‘মিশন : ইম্পসিবল ৬’ এ অভিনয় করবেন কিরবি। টম ক্রুজ নিজেই কিরবিকে চূড়ান্ত করেছেন ছবিটির জন্য।
কিরবিকে বিয়ে করলে এটা হবে ৫৪ বছর বয়সী টম ক্রুজের চতুর্থ বিয়ে। আমেরিকান এ অভিনেতা প্রথম বিয়ে করেন অভিনেত্রী মিমি রজার্সকে, ১৯৮৭ সালে। ১৯৯০ সালে দ্বিতীয় বিয়ে করেন অস্কারজয়ী অস্ট্রেলীয় অভিনেত্রী নিকোল কিডম্যান। ২০০৬ সালে অভিনেত্রী কেটি হোমসকে বিয়ে করেন ক্রুজ। কিন্তু কোনো বিয়ে শেষ পর্যন্ত টেকেনি।
আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন টম ক্রুজ!
