ফেনী প্রতিনিধি :
ফেনী সদর উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ২৪ মে বুধবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর সংরক্ষিত নারী সংসদ সদস্য বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জাহান আরা বেগম সুরমা।
গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের অন্যতম সদস্য জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ কে শহীদ উল্লাহ খোন্দকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি নজরুল বিশ্ববিদ্যালয় কলেজ ও বাংলাদেশ বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আই কে সেলিম উল্লাহ খোন্দকার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার খানম রুনা ও স্থানীয় কালিদহ ইউপি চেয়ারম্যান দিদারুল ইসলাম দিদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জুলফিকার আলী।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য দেলোয়ার হোসেন ডালিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি মুন্সি সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক সভাপতি মীর হোসেন দুলাল ও সদস্য বাহার উদ্দিন বাবলু।
এ সময় অন্যান্যের মাঝে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাজী এছহাক, ফেনী পল্লী বিদ্যুত সমিতির পরিচালক সাংবাদিক কামাল উদ্দিন ভূঞা, স্থানীয় ইউপি সদস্য সেলিম উল্লাহ খান, বিদ্যালয়ের সাবেক সভাপতি আমির হোসেন ভূঞা, সহসভাপতি আলী হায়দার ভূঞা, সহসভাপতি মাস্টার মাহবুবুল হক, সাবেক সদস্য মাস্টার সিরাজুল ইসলাম, মাহবুবে এলাহী ভূঞা, আবদুর রব ভূঞাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
শেষে উপস্থিত অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।