সোনাগাজী প্রতিনিধি : সোনাগাজী খাদ্য গুদাম থেকে লুট হওয়া ৩০ বস্তা চাল উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
পু্লিশ জানায়, বৃহস্পতিবার বিকালে গুদাম থেকে চাল লুটের খবর পেয়ে পু্লিশ ঘটনাস্থলে গেলে ক্রেতা ও গাড়ীর চালক পালিয়ে যায়।এসময় গুদাম থেকে বের করে গাড়ীতে রাখা ৩০ বস্তা চাল উদ্ধার করা হয়। এসময় জিঙ্গাসাবাদের জন্য গুদাম ইনচার্জ দেবাশীষ দাসকে আটক করে পরে ছেড়ে দেয়া হয়।
স্থানীয় ডিলাররা জানান, বিভিন্ন সময় চাল বন্টনে কম দেয় গুদাম কর্তৃপক্ষ। উদ্বৃত্ত চাল গুলো উপজেলা প্রশাসনের সহযোগীতায় গোপনে বিক্রি করে দেয়।
ছবি -প্রতিকি।