সোনাগাজী প্রতিনিধি : সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নস্থ কাজীরহাট কানজুল উলুম বাগীশপুর নূরানি মাদ্রাসার ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ফেনী জেলার পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ের ন্যায় মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়েও জাতি ও সমাজ পরিবর্তনে অবদান রাখতে পারে। তবে মাদ্রাসা শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য শিক্ষাও অর্জন করা দরকার ।

বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে অনুৃষ্ঠিত উদ্বোধনি অনু্ষ্ঠানে দাতা সদস্য কাজী নেসারুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান কামরুল অানাম, অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার, মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান অাজিজুল হক হিরন, ওসি মোয়াজ্জেম হোসেন, সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির অাহমদ, সাবেক চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, ইউনিয়ন যুবলীগ সভাপতি গোলাম সারোয়ার দুলাল, সাধারন সম্পাদক মাইন উদ্দিন লিটন, উপজেলা ছাত্রলীগ সভাপতি অাবদুল মোতালেব রবিন।
অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন ,অা’লীগ নেতা নাজির অাহম্মদ বেলাল ও মাদ্রাসার দাতা সদস্য কাজী মো. মাসুদ।