ফেনীতে লাশবাহী ফ্রিজার গাড়ি চালু

প্রেস বিজ্ঞপ্তি-প্রকাশ- ৭ নভেম্বর ১৬।
ফেনীতে এই প্রথম বারের ন্যায় চালু করা হয়েছে লাশবাহী
ফ্রিজার গাড়ি।গতকাল সোমবার থেকে ফেনীর টাংক রোডের বেসরকারি ডায়াগনস্টিক
সেন্টার লাইফ কেয়ার এ লাশবাহী ফ্রিজার গাড়ি চালু করেছে।
জানা যায়,ফেনীতে দীর্ঘদিন ধরে লাশবাহী ফ্রিজার গাড়ি না থাকায় জনসাধারণকে
ধরনা দিতে হয় ঢাকা কিংবা চট্রগ্রামে।এতে ভোগান্তির মধ্যে পড়তে হয়
সংশ্লিষ্টদের।এসব কিছু ছিন্তা করে জনসাধারনের উপকারের কথা মাথায় রেখে
বেসরকারি উদ্যোগে প্রিয় জনের লাশ সংরক্ষনের জন্য এই প্রথম বারের ন্যায়
ফেনীতে লাশবাহী ফ্রিজার গাড়ি চালু করার উদ্যোগ গ্রহন করে লাইফ কেয়ার
ডায়াগনস্টিক সেন্টার।এর আলোকে গতকাল সোমবার থেকে ডায়াগনস্টিক সেন্টারটি
লাশবাহী ফ্রিজার গাড়ি চালু করেছে বলে জানান লাইফ কেয়ার ডায়াগনস্টিক
সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল হক মিলন।এর সাফল্য কামনায় সকলের
সহযোগীতা কামনা করেন তিনি।
Related News

ফেনীর স্টার লাইন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে ২৫কোটি টাকার ক্ষয়ক্ষতি | বাংলারদর্পণ
ফেনী : ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়ার কাশিমপুর স্টার লাইন বিস্কুট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার দিবাগতRead More

অবশেষে কারাগারে সোনাগাজীর যুবলীগ নেতা ফরহাদ ও ইফতেখার | বাংলার দর্পণ
ফেনী প্রতিনিধি : সাংবাদিকের উপর হামলা , সাংসদের বাড়ী , গাড়ী ও ব্যবস্যা প্রতিষ্ঠানে হামলাRead More