মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার ৩নং পরকোট ইউনিয়নের দশঘরিয়া গ্রামে ভাতিজাকে জবাই করে হত্যার অভিযোগ পাওয়া যায়। জানা যায়, ১০ জানুয়ারী দুপুর ১২ টা ৩০ মিনিটে পারিবারিক কোলাহলের করানে নিজ বাতিজাকে জবাই করে চাচা।
স্থানিয়সুত্রে জানাযায়, খুনি চাচা সাইফুল ইসলাম যিনি সম্প্রতি হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহন করে। একদিকে বাতিজা পুর্নচন্দ্র দাস, তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী। উভয়ের বাড়ি দশঘরিয়ার দাশ বাড়ি। পুলিশ সুত্রে তেমন খবর না পাওয়া গেলেও একটি সাইকেল নিয়ে খুন হয়েছে বলে ধারণা করেন পুলিশ।