সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা ছাড়া স্বাধীনতার সুফল আশা করা যায়না : ফ্রাঙ্কফুর্ট বিএনপি

নিউজ ডেস্ক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্রাঙ্কফুর্ট শাখার উদ্দ্যোগে  মহান স্বাধীনতার ৪৭তম দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে ।

গতকাল স্থানীয় এক হলরুলে অনুষ্টিত এই সভায় প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল করিম।

জার্মান বিএনপির সহসভাপতি আওলাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক জুলফিকার সাইদ মনার যৌথ পরিচালনায় ও নুরুদ্দিন মিনজুর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্তিত ছিলেন জার্মান বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গনি সরকার,১ম যুগ্ম সম্পাদক মোস্তাক খান।সভায় বক্তব্য রাখেন জার্মান বিএনপির উপদেষ্টা জিয়া উদ্দিন বাবু,মুরসেদুল হক শ্যামল, ফারুক আলম।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জার্মান বিএনপির সহ সভাপতি আমিনুল হক রতন,সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, বার্লিন বিএনপির সভাপতি জসিম আহমেদ, বিএনপি নেতা বাবুল খান। অন্যন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বদিউল আলম ,পারভেজ হোসেন ,মাসুম সরকার, শাহিন হাফিজ প্রমুখ। এসময় বক্তারা  স্বাধীনতার প্রকৃত  মর্যাদা  প্রদর্শনে সবাই গণতান্ত্রিক পন্তায় রাষ্ট্র পরিচালনায় মনোযোগী হতে আহবান করেন। তখন তারা মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দেশের প্রতি তাদের আত্নত্যাগের কাহিনী তুলে ধরেন।

সেই সাথে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সকল শহীদদের মাগফেরাত কামনা করেন।এসময় দলের সাংস্কৃতিক সম্পাদক তাহমিনা ফেরদৌসির নেতৃত্বে দলীয় সংগীত পরিবেশন করা হয়।এতে আরো উপস্তিত ছিলেন বিএনপি নেতা নাসিরুদ্দিন মিয়া,দেলোয়ার হোসেন,মোঃ বাবু, ইকবাল হোসেন সহ আরো অনেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *