ডেনমার্কে প্রবাসী বাংলাদেশীদের বৈশাখ উদযাপন | বাংলারদর্পন 

মশিউর রহমান শাওন >>>

বছর ঘুরে আবারো এসেছে বৈশাখ। সকল বাঙ্গালীদের মনে বইছে একটি ফুরফুরে আনন্দের ভাব। হালখাতা, বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষবরণ উপলক্ষে নানা আয়োজনে মেতে ছিল বাংলাদেশের সর্বত্র। পিছিয়ে ছিলোনা ডেনমার্কে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরাও। বর্ষবরণের প্রস্তুতি নিয়ে গত কয়েক দিন থেকেই ব্যাস্ত সময় পার করেছে আয়োজক কমিটি। অবশেষে ডেনমার্কে বাংলাদেশী কমিউনিটি একটি  সার্থক  অনুষ্ঠান উপহার দিতে পেরেছে সবাইকে।

পহেলা বৈশাখ মানেই যেন বাঙালিদের কাছে পান্তা, ইলিশ আর নানা রকম পিঠা। সময়ের সাথে সাথে এসেছে নতুন বছরকে বরণ করে নেয়ার পরিবর্তন। আর এ পরিবর্তনের হাওয়ায় গা ভাসিয়ে দিচ্ছেন প্রবাসের নতুন প্রজন্মরাও। নতুন পাঞ্জাবি ও লালপেড়ে সাদা শাড়ি যেন খাঁটি বাঙ্গালিয়ানা প্রকাশের একটি দিন, যে দিনটিকে ডেনমার্কের প্রবাসী বাংলাদেশী সংস্কৃতি লালন করেন হৃদয়ে।

পয়লা বৈশাখে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের হারালদসগাদে হলে যেন তারার মেলা বসেছিল। নতুন বছরের প্রতিটি দিন হক মঙ্গলময় এই স্লোগান নিয়ে বিকেল থেকে অনুষ্ঠান শুরু হয়। দিনভর প্রবাসী বাঙালীদের পদচারণে মুখর ছিল অনুষ্ঠান প্রাঙ্গন। অনুষ্ঠানে ছিল নানা রকম পিঠার আয়োজন, শিশু কিশোরদের চিত্রাঙ্গগণ প্রতিযোগিতা, নৃত্ত, ব্যান্ড শো, রাফেল ড্র ও নৈশ ভোজ।

সর্ব শেষে রাফেল ড্রতে অনুষ্ঠান শেষ হয়। প্রথম পুরস্কার ছিল একটি ল্যাপটপ, দ্বিতীও পুরস্কার একটি আই প্যাড ও তৃতীয় পুরস্কার ছিল একটি মোবাইল।

উৎসবের আমেজ আর বাঙ্গালিয়ানা কৃষ্টি লালন যেন পহেলা বইশাখের চিরায়িত রিতি। এক দিনের জন্য বাঙালী নয়, বাঙ্গালীর কৃষ্টি লালনের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে হবে বৈশাখের ইতিহাস, এমনটা মনে করেন ডেনমার্কের প্রবাসী বাংলাদেশীরা। সর্বশেষে আগামিতে আরো ভালো অনুষ্ঠান উপহার দেবার প্রত্যাশা জানিয়ে অনুষ্ঠান শেষ করে ডেনমার্কে অবস্থানরত বাংলাদেশী কমিউনিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *