প্রশান্ত সুভাষ চন্দ :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার ডাকাত নির্মূল ও গ্রেফতারে বিশেষজ্ঞ পুলিশ কর্মকর্তা রবিউল হকের ঝুলিতে জমা হল অরেকটি সফলতা। গ্রেফতার করলেন ২০ মামলার পলাতক আসামী দুর্ধর্ষ ডাকাত পাভেলকে। বুধবার গভীর রাতে নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) রবিউল হক, উপ-পরিদর্শক(এসআই) সৈকত দাস গুপ্ত ও উপ-পরিদর্শক(এসআই) তাজুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ওমর ফারুক প্রকাশ পাভেলকে(৩৫) বুধবার রাত আনুমানিক ২.৩০মিনিটের সময় নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের আব্দুস ছাত্তারের নতুন বাড়ি থেকে গ্রেফতার করেছে।
সে কোম্পানীগঞ্জ থানায় দায়ের করা ২০টি ডাকাতি মামলার এজাহার ভূক্ত পলাতক আসামী এবং তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ৬টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য ডাকাত ওমর ফারুক পাভেল কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্দুস ছাত্তারের ছেলে।