ফেনী প্রতিনিধি ||
ফেনীর তিনটি ওয়ার্ডে ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত চলবে। এ খন পর্যন্ত কোন কেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি। ভোট কেন্দ্র গুলো ঘরে দেখা গেছে, ভোটার উপস্থিতি কম হলেও শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহন চলছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের ২নং ওয়ার্ডের উপ-নির্বাচনের ইউপি সদস্য পদে ৫ জন প্রতিদ্বন্ধিতা করছেন। আব্দুল কাদের (ফুটবল), জসিম উদ্দিন (আপেল), নিজাম উদ্দিন (মোরগ), মিজানুর রহমান (টিউব ওয়েল), মো: ইউনুস (তালা)। এ ওয়ার্ডে ২ হাজার ১শ’ ৩৪জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে উপনির্বাচনে দুই প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। সাবেক মেম্বার সহোদর অজিত বরণ দাস ও মুক্তিযোদ্বা নেপাল চন্দ্রশীলের পক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এ ওয়ার্ডে ১ হাজার ৯শ’ ৮৮ ভোটার রয়েছে। এদের মধে ৯শ’ ৯৬ জন পুরুষ ও ১ হাজার ১২ জন মহিলা ভোটার রয়েছে।
এছাড়াও পরশুরাম উপজেলার সীমান্তবর্তী অঞ্চল মির্জানগর ইউনিয়নে সংরক্ষিত মহিলা মেম্বার পদে সত্যনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মধুগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মধ্যম মনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলছে। তিনটি ওয়ার্ডে ৫ হাজার ৬৬ জন ভোটার রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভঅবে সম্পন্ন হচ্ছে। কেন্দ্রে একজন ম্যজিস্ট্রেট ও পর্যাপ্ত পুলিশ দেয়া হয়েছে।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।