মোহাম্মদ আলাউদ্দীন ;
আগামী ১০মার্চ রোজ শনিবার কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা, খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দঃ) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হু’র প্রাণপ্রিয় কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার ৮৬তম সালানা জলসা মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আসন্ন সালানা জলসা উপলক্ষে গত ১০ ফেব্রুয়ারী শনিবার বাদে জোহর কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার শিক্ষক মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ বদিউল আলম, আল্লামা মমতাজুল হক নূরী, আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান, অধ্যাপক মুহাম্মদ তসলিম উদ্দীন, অধ্যাপক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মাষ্টার মুহাম্মদ মহসিন, আলহাজ্ব মোহাম্মদ শহিদুল্লাহসহ প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। সভায় গঠিত বিভিন্ন উপ-পরিষদের আহবায়কগণ নিজ নিজ উপ-পরিষদের কাজের উপর গৃহীত কর্মসূচীর কথা আলোকপাত করে বক্তব্য উপস্থাপন করেন। পরিশেষে মাদরাসার অধ্যক্ষ মহান মোর্শেদে আজমের হায়াতে খিজরী ও রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।