রাঙামাটি সদর উপজেলায় উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট চাইলেন রোমান

মোঃ আলাউদ্দীন (রাঙামাটি থেকে) :

আসন্ন পঞ্চম দফায় দ্বিতীয় ধাপে আগামী ১৮মার্চ রাঙামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটি সদর উপজেলাবাসীর উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিন উল্লেখ করে ব্যাপক গণসংযোগ, প্রচার প্রচারণা ও পথ সভা করছেন, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত তরুন প্রার্থী শহীদুজ্জামান মহসিন রোমান ও দলীয় নেতা-কর্মীরা।

 

 

আজ রবিবার দিনভর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রাম-গঞ্জে, সদরের পুরন পাড়া, নতুন জালিয়া পাড়া, ইসলামপুর এলাকাসহ বেশ কিছু পাড়া-মহল্লায় গণসংযোগ করেন তিনি।

 

 

এসময় তার সাথে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতাব্বর, যুগ্ন সম্পাদক জসিম উদ্দিন বাবুল, প্রচার সম্পাদক মমতাজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনসুর আলীসহ দলের বিপুল সংখ্যক সিনিয়র নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

নির্বাচনী প্রচারণা কালে শহীদুজ্জামান মহসিন রোমান বলেন, আমি নির্বাচিত হলে পাহাড়ী-বাঙালী সম্প্রীতি বজায় রেখে রাঙামাটি সদরের উপজেলাসহ সব কয়টি ইউনিয়নের গ্রামকে মফস্বল শহর হিসেবে গড়ে তুলবো এবং সর্বোচ্চ শক্তি দিয়ে গ্রামকে শহর হিসেবে গড়ে রুপান্তর করার লক্ষে কাজ করে যাবো।

 

 

জনসংযোগেকালে তিনি আরো জানান, বর্তমানে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ গণজোয়ার ধরে রেখে ১৮মার্চ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি করার জন্য আহবান জানান তিনি।

 

 

প্রচারণাকালে দলের সিনিয়র নেতা-কর্মীরা বলের, রাঙামাটি সদর উপজেলাবাসী অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে। সেই বঞ্চনা থেকে মুক্তি পাওয়ার জন্য রাঙামাটি সদর উপজেলাবাসী পরিবর্তনের স্বার্থে তরুণ নেতৃত্ব চেয়ারম্যান প্রার্থী রোমানকে ভোট দেওয়ার আহব্বান জানানো হয়।

 

 

প্রচারণায় ভোটারদের উদ্দেশ্যে জানানো হয়, রোমন নির্বাচিত হলে ‘‘গ্রাম হবে শহর’’ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সর্ব প্রথম গ্রামকে শহরের রুপান্তর করার লক্ষে কাজ হবে।

 

 

বর্তমানে রাঙামাটি সদর উপজেলা বাসীর বিভিন্ন উন্নয়ন কান্ড ও বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে উল্লেখ্য করে দলের নেতা কর্মীরা বলেন, সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে পানীয় সমস্যা রয়েছে, বিদ্যুৎ সংযোগের ঘাটতি রয়েছে, যোগাযোগের সমস্যা রয়েছে। এইসব সমস্যাগুলো সমাধানে কাজ করা হবে। তাই রোমান সহ দলের নেতা-কর্মীরা প্রচারণায় জানান, অত্র সদর উপজেলার সুযোগ-সুবিধাগুলো আদায়ের লক্ষে ও জনগণের উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহব্বান জানানো হয়।

 

 

উল্লেখ্য, আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপে রাঙ্গামাটির দশ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে জেলার লংগদু ও কাপ্তাইয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকার দুই প্রার্থী। এখন চেয়ারম্যান পদে লড়াই হবে বাকি আট উপজেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *