ফেনী প্রতিনিধি :
ফেনী সদর হাসপাতালে শারমিন আক্তার (২৫) নামে এক রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে হাসপাতালের মহিলা অর্থোসার্জারী ২ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর কেবিনে এ ঘটনা ঘটে। তিনি ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের আবুল কালাম চৌধুরীর মেয়ে। নিহত শারমিন নোয়াখালীর সুধারাম থানার অনন্তপুর গ্রামের মো. শরীফ হোসেনের স্ত্রী।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শারমিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। ওই রোগী নিজ বাড়িতে পারিবারিক সংঘর্ষের ঘটনায় আহত হয়ে গত বৃহস্পতিবার রাত ১ টার দিকে ফেনী সদর হাসপাতালে ভর্তি হয়। পুরাতন ভবনের দোতলায় ৫ নং বেডে ভর্তি হলেও ঘটনার দিন বিকাল সাড়ে ৪টার দিকে খালি থাকা ৪ নম্বর কেবিনে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ দরজা ভেঙ্গে দেখে শারমিন নিজ ওড়নায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। খবর পেয়ে ফেনী মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছিল।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খাঁন চৌধুরী ও ২৫০ শয্যা ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রিয়াজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।