ফেনী : দৈনিক সমকাল ফুলগাজী প্রতিনিধি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, ফেনী শাখার সহ সভাপতি ও অনলাইন প্রেস ইউনিটি, ফেনী শাখার সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম জাহাঙ্গীর বুধবার দুপুরে মুন্সিরহাটে সড়ক দুর্ঘটনায় অাহত হয়েছেন।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মুন্সিরহাট হাসপাতালে ভর্তি করেন।
তিনি জানান, ফেনী যাওয়ার পথে বিপরীত দিক থেকে অাসা অটোরিক্সা তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয় এবং তার শরীরের একাধিক স্থানে মারাত্বক জখম হয়।