রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
জেলার রামগড়ে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। রামগড় বাজারের ব্যবসায়ী আশুতোষ ভৌমিকের সুকেন্দ্রাইপাড়ার বাড়িতে দুর্ধর্ষ চুরিটি সংঘটিত হয়। এ ঘটনার তিনি রামগড় থানায় অভিযোগ দায়ের করেছেন । শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে কোন এক সময়ে চুরির ঘটনাটি ঘটে বলে তিনি জানান।
তিনি জানান, সকালে বাড়ীর দরজায় তালা লাগিয়ে দোকানে আসেন। দুপুরে বাড়ীতে ঢুকতেই তিনি দেখেন দরজার তালাটি ভাঙ্গা। চোরেরা ঘরে ঢুকে আলমারির তালা ভেঙ্গে নগদ ১৮ লক্ষ টাকা, প্রায় ৬ ভরির স্বর্নালংকার নিয়ে যায়। এসময় বাড়িতে কেউ ছিলনা। পাকা বাড়ী তৈরীর উদ্দেশ্য জায়গা বিক্রি করে এতগুলি নগদ টাকা তিনি বাড়ীতে রেখেছেন বলেও জানান।